জামালপুর জেলার সরিষাবাড়ীতে ২০২৩ সালের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে উৎসব মূখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তগণ উপস্থিত থেকে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। পৌর সভাস্থিত আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালর,সরকারী পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ,বাউসি বাঙ্গালী স্কুল এন্ড কলেজ, সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, আর ইউ টি উচ্চ বিদ্যালয়সহ এক যোগে উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২২ টি মাদ্রসা এবং প্রাথমিক স্তরের ১৩৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৩৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকার প্রদত্ত নতুন বই বিতরণ করা হয়। ১ জানুয়ারী সকাল ১১টায় বাউসি বাঙ্গালী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও মসিউর রহমান বিএসসি’র সঞ্চালনায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র মনির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় সকল শিক্ষক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে স্কুল মাঠে বই বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় এ বছর ৫ লক্ষ ৪৪ হাজার ৩’শ বইয়ের চাহিদা দেয়া হয়। চাহিদার ৮০% বই বিতরণ করা হয় এবং অবশিষ্ট ২০% বই বিতরণ প্রক্রিয়াধীন। অপরদিকে প্রাথমিক স্তরে ২লক্ষ ১৭ হাজার ৭” শ ৮৫ বইয়ের চাহিদার মধ্যে বিতরণ করা হয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৩’শ ৮৫টি। অবশিষ্ট বই বিতরণ প্রক্রিয়াধীন। তবে গত বছরের চেয়ে চলতি বছরে সরবরাহকৃত বইয়ের কাগজের মান কিছুটা নিম্ন মানের বলে জানা গেছে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ী থেকে
Leave a Reply