জামালপুর জেলার সরিষাবাড়ীতে অস্ত্র ও বিপুল পরিমান মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন শান্তকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করেছে জামালপুর র্যাব-১৪ এর সদস্যরা।রোববার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয।
মামলার এজাহার ও র্যাব সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার নলদাইর গ্রামের সাব্বির হোসেন শান্ত (২৩) ও আহসান হাবিব রনি(৩০) দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ও আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে সাব্বির হোসেন শান্ত (২৩)এর বাড়িতে অভিযান চালায়। র্যাবের অভিযানে শান্তকে আটকের সময় তার কাছে থাকা ১৫ গ্রাম হেরোইন ও বসতবাড়ীর রান্না ঘরের লাকড়ির নিচে থাকা বস্তা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কিলিং চেইন, দুইটি ১২ বোর শিসা কার্তুজ এবং একটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। র্যাবের অভিযান টের পেয়ে সাব্বির হোসেন শান্তর অপর সহযোগী সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর গ্রামের মৃত আজিম খান এর ছেলে আহসান হাবিব রনি(৩০) বাড়ি থেকে পালিয়ে যায় । পরে ব্যাবের প্রাপ্ত তথ্য মতে বালুর নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশী ওয়ান শুটারগান উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা।
এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ২০১৮ সালের অবৈধ অগ্নেয়াস্ত্র ও মাদক দ্রব্য হেরোইন নিজের কাছে রাখা ও সহায়তা করার অপরধের অভিযোগ এনে সরিষাবাড়ী থানায় র্যাব-১৪ এর সিপিসি-১ এর এস আই হুমায়ন কবির বাদী হয়ে সাব্বির হোসেন শান্ত (২৩) কে প্রধান আসামী করে অপর জন আহসান হাবিব রনিসহ দুই জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। সরিষাবাড়ী থানার মামলা নং-০১, তারিখ-০২-০১- ২০২৩ইং। র্যারে দায়ের করা মামলায় সাব্বির হোসেন শান্ত (২৩) কে আদালতে সোপর্দ করা হয়েছে বলে মামলার বাদী এস আই হুমায়ন কবির নিশ্চিত করেছে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-সরিষাবাড়ী থেকে
Leave a Reply