দেশে চলমান এই হাড়কাঁপানো শীতে অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে কুমিল্লার হোমনায় অবস্থিত বালুয়াকান্দি প্রবাসী ও যুব সংগঠন। শুক্রবার বিকেলে বালুয়াকান্দি, চাঁনপুর ও ভিটিকান্দা গ্রামের অসহায় শীতার্ত মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের ইমাম ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিতরণ কাজ শুরু করেন। এ সময়
বালুয়াকান্দি প্রবাসী ও যুব সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিম প্রধান, সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন জানান প্রতি বছরের মতো এবারো প্রবাসী সদস্যদের পাঠানো অর্থে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে শীতবস্ত্র কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীর।
Leave a Reply