জামালপুর জেলার সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে সাত সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আরামনগর বাজারে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন পল্লরে গুদামে আবুল কালাম আজাদ বিএসসিকে আহবায়ক, জয়নাল আবেদীন বাবলুকে সদস্য সচিব এবং এডঃমনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, এস,এম সেলিম মাহমুদ, লুৎফর রহমান, এস এম জুলফিকুর রহমানকে সদস্য করে এই সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ সময় আহ্বায়ক কমিটিকে পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও তেজগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আঃ গণি উপস্থিত ছিলেন ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ সরিষাবাড়ী থেকে।
Leave a Reply