জামালপুরের সরিষাবাড়ীতে মাদকের টাকা না পেয়ে ডিস ক্যাবল নেটওয়ার্কের কন্ট্রোল রুম তছনছ করায় ৪টি কন্ট্রোল রুমের অধীন ৩ হাজার ডিস লাইনের ও ওয়াই ফাই গ্রাহক ভোগান্তির শিকার হয়েছেন।গতকাল শনিবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশ্বে সুজন কুমার কাঞ্জিলাল এর ক্যাবল নেটওয়াক কন্ট্রোল রুমে এ ঘটনা ঘটেছে।
অভিযোগে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা বাজার এলাকার সুবত চন্দ্র কাঞ্জিলাল এর ছেলে সুজন কুমার কাঞ্জিলাল দীর্ঘদিন যাবৎ তার ডিস ক্যাবল ও ওয়াইফাই নেটওয়ার্কের কন্ট্রোল রুম বসিয়ে ব্যাবসা করে আসছেন। স্থানীয় চাপারকোনা গ্রামের আবুল কালাম এর ছেলে হাবিবুর রহমান কিছু দিন ধরে ঘরে সুজন কুমার কাঞ্জিলালের নিকট টাকা দাবী ও বিনামুল্যো তার বসতবাড়ীতে ডিস ও ওয়াইফাই সংযোগ ব্যাবহার করার দাবী করে আসছে।এরই ধারাবাহিকতায় হবিবর রহমান এর দাবী না মানায় গতকাল শনিবার(৭ ডিসেম্বর) রাতে সুজন কুমার কাঞ্জিলালের কন্ট্রোল রুমের বিভিন্ন স্থানে দেওয়া সংযোগ তার কর্তন সহ টেনে হেচড়ে তছনছ করে বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্থ করে। ফলে সুজন কুমার কাঞ্জিলালের কন্ট্রোল রুম সহ এর অধীন ডোয়াইল বাজার আব্দুল লতিফ এর সাব কন্টোল রুম,উদনার পাড়া রিগেন এর সাব কন্ট্রোল রুম, নয়াপাড়া সেলিম এর সাব কন্ট্রোল রুমের অধীন ৩ হাজার ডিস ও ওয়াই ফাই গ্রাহক বিভিন্ন বিনোদন ও শিক্ষামুলক অনুষ্ঠান টিভি ও মোবাইলে উপভোগ থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।এ ঘটনায় সুজন কুমার কাঞ্জিলাল বাদী হয়ে উপজেলার চাপারকোনা গ্রামের আবুল কালাম এর ছেলে হাবিবুর রহমান কে প্রধান একমাত্র বিবাদী করে সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন।পরে এ ঘটনার বিষয়ে সরিষাবাড়ী থানার এ এস আই রায়হান ঘটনার পরির্দশন করেছেন। নিন্দা জ্ঞাপন করেছেন সরিষাবাড়ী উপজেলা ক্যাবল অপারেটর মালিক সমিতি’র নেতৃবৃন্দ ও সচেতন মহল। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আশুদৃষ্টি সহ দোষী ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ।
Leave a Reply