জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মাইজবাড়ী নিবাসী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল বাশার,(৬৭) পিতা-মৃত আব্দুর রহিম মুন্সী গতকাল বৃহস্পতিবার রাতে বাথরুমে পড়ে মাথায় মারাত্মক আঘাত জনিত কারণে মৃত্যু বরন করেন। ইন্না লিল্লাহি ওয়া————রাজিউন। মৃত্যু কালে তিনি স্ত্রী,২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য বন্ধু বান্ধব রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার শালগ্রাম গ্রামে । সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হামিদ ও প্রশাসনের পক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান এবং সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদের নেতৃত্বে একদল চৌকষ পুলিশ সদস্যের করুন সুরে বিউগল বাজিয়ে গার্ড অব অনারের মাধ্যমে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ী থেকে।
Leave a Reply