জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নে দরিদ্র ও শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ৬ শত ৫০ জনের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন ডাক্তার মুরাদ হাসান এমপি। শনিবার ১৪ জানুয়ারি বিকেলে মাদান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমত আলী মাস্টারের সভাপতিত্বে এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি নিজ হাতে অসহায় ও শিতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, রহমত উল্লাহ মাস্টার, সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবির, সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ,উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী শরিফ আহমেদ নিরবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য একই দিন সকালে ডোয়াইল ইউনিয়নে একশ জন অসহায়ের মাঝে কম্বল বিতরণ করেন ডাক্তার মুরাদ হাসান এমপির পক্ষে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা মমিনুল ইসলাম মিন্টু।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
Leave a Reply