প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতায় সারা দেশে ৫ শত ৬০টি মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের দ্বিতীয় পর্যায়ে আরও ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের বিপরীতে মেইন রোড সংলগ্ন অবস্থিত মডেল মসজিদটি শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন উদ্যোগ বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন জমি দাতা হিসেবে স্বর্ণ পদক প্রাপ্ত সাবেক কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান এলিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা এবং মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও সার্বিক সহযোগিতার জন্য সরিষাবাড়ী আসনের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপিকে। উল্লেখ্য মসজিদটি নির্মাণের সময় ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করে ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি । কিন্তু উদ্বোধনের সময় উক্ত ভিত্তি প্রস্তর ফলকটি পূনঃনির্মাণ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকোশলী আলী হোসেন এবং তত্ত্বাবধায়ক জনৈক সোহেল তরফদারকে জনতার রোষানলে পড়তে হয় বলে জানা গেছে । এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর বলেন, নির্মাণ কালীন ভিত্তি প্রস্তর ফলকটি পূনঃস্থাপন না করায় কিছু হট্রগোল হয়ে ছিল। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ – সরিষাবাড়ী থেকে।
Leave a Reply