সরিষাবাড়ীতে ৩ দফা দাবি বাসস্তবায়নে নাগরিক কমিটির ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। অপর দিকে এই ঝাড়ু মিছিলের প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। শনিবার দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি সড়কে সরিষাবাড়ী পৌরসভার সামনে থেকে
ক্ষমতার অপব্যাবহারকারী, দুর্নীতিবাজ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ , দায়িত্বরত ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ অনান্য কর্মকর্তা-কর্মচারীদের মারপিট মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি এবং মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করে সরিষাবাড়ী উপজেলাকে মাদকমুক্ত এলাকা ঘোষনা করাসহ ৩ দফা বাস্তবায়নের দাবিতে ঝাড়ু– মিছিল করেছে সরিষাবাড়ী নাগরিক কমিটি। ঝাড়ু মিছিলটি সরিষাবাড়ী পৌর সভা থেকে মুক্তিযোদ্ধা সংসদ হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিন শেষে পৌর সভার সামনে এসে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়। তবে সরিষাবাড়ী নাগরিক কমিটির ব্যানারে তেজগাও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদের অনুসারীরা ভাড়া করা নারী পুরুষ সমাবেত করে এ কর্মসুচি পালন করায় স্থানীয় সচেতন মহল ও তৃনমুল আওয়ামীলীগের মাঝে নানা ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। অবস্থান কর্মসুচী চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট শহিদুল ইসলাম, আওনা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন প্রমুখ।
অপরদিকে উপজেলার ৮টি ইউনিয়নসহ পৌর সভার বাস স্ট্যান্ডে মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে, আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে অস্বীকার এবং আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি কে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের বিরুদ্ধে বিকেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে ডোয়াইল ইউনিয়ন, মহাদান ইউনিয়নের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সেলিম আল মামুনের নেতৃত্বে পিংনা -ভুয়াপুর রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।আওনা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সহ-সভাপতি আব্দুর রহিম ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজমত আলী এবং আওনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এর নেতৃত্বে জাগন্নাথগঞ্জ ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে এসব কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ী থেকে।
Leave a Reply