প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল মসজিদ নির্মাণ সারা বিশ্বের মাঝে এক যুগান্তকারী সাহসী উদ্যোগ বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে জুম্মার নামাজ আদায় করতে এসে মুসল্লীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার নামাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপির উপস্থিতিতে সরিষাবাড়ী মড়েল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে সরিষাবাড়ী মড়েল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম সাঈদ আহমদ বলেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি সরিষাবাড়ী মড়েল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জুম্মার নামাজের আগে মুসুল্লীদের সাথে মতবিনিময় করেন এবং জুম্মার নামাজ আদায় করেন। পরে মসজিদে আগত মুসুল্লীদের মাঝে তোবারক হিসেবে মিষ্টি বিতরণ করা হয়। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বলেন, আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা। তিনি সারা দেশে ৫৬৪ টি মডেল মসজিদ নির্মান করেছেন। এটি একটি যুগান্তরকারী, ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ। যা তিনি বাস্তবায়ন করেছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া সহ মসজিদটির জমি দাতা আনিছুর এলিন কে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।এ সময় অনান্যদের মধ্যে, উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার সালেহ ইমরান, সাবেক সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, সরিষাবাড়ী উপজেলা মড়েল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম সাইদ আহমেদ , পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মান্নান মানু,কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ নামাজ পড়তে আসা দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং মুসল্লীগন উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-সরিষাবাড়ী থেকে
Leave a Reply