মাটিরাঙ্গায় জোন কমান্ডার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মাটিরাঙ্গা জোনের আয়োজনে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃ মুরাদ হোসাইন,পিএসসি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক, সাইফুজ্জামান সাইফ, মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: হারুনর রশিদ সহ বিভিন্ন সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। খেলার শেষে বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন আগত অতিথিরা। ভারপ্রাপ্ত জোন কমান্ডার তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে তরুন প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করা এবং মাদকাশক্তি থেকে বিমুখ করার উদ্দেশ্যে জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামীতেও এমন টুুর্নামেন্টের আয়োজন করবে মাটিরাঙ্গা জোন।
Leave a Reply