২০২২-২০২৩ ইং অর্থ বছরে মৌসুমে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় স্থাপিত “জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা” প্রর্দশনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলার সরিষাবাড়ী পৌর সভার বলারদিয়ার ঈদগাহ মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
প্রর্দশনীর মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে জামালপুর খামার বাড়ীর জেলা প্রশিক্ষণ অফিসার পিকন কুমার সাহা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ. উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন। মাঠ দিবস পরিচালনা করেন- উপ সহকারী কৃষি অফিসার শরিফুল ইসলাম লিটন। মাঠ দিবসে স্থানীয় কৃষক ও বিভিন্ন পেশাজিবী মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
Leave a Reply