বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারার অংশ হিসেবে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় যেসব উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে,সেসব উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে রবিবার ৫ মার্চ ঐতিহ্যবাহী ৫ নং পিংনা ইউনিয়নের পুরাতন বাজার এলাকায় প্রান্তিক জনগোষ্ঠী, হাট-বাজার,দোকানের ব্যবসায়িদের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা.মোঃ মুরাদ হাসান এমপি। এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ মোগবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা হাসান আলী , বীর মুক্তিযোদ্ধা কাশেম আলীসহ উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, পিংনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আল মামুন , এর নেতৃত্বে শোডাউনের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, যুবলীগ নেতা সজনু,ইউপি চেয়ারম্যান- সকল সদস্যগণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ সরিষাবাড়ী, জামালপুর।
Leave a Reply