বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সারা দেশের মতো জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাতেও ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে শেখ হাসিনার সরকার। আর সরকারের সেসব সম্পন্ন হওয়া উন্নয়ন এবং চলমান উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করছেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের এমপি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। লিফলেটে দেওয়া ছবি ও তথ্য অনুযায়ী ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত প্রায় ২ হাজার ১ শত ৩১ কোটি টাকার কাজ শেষ হয়েছে। যার সুফল ভোগ করছেন অত্র অঞ্চলের মানুষ। সেইসাথে আরো ১ হাজার ৫ শত কোটি টাকার কাজ চলমান রয়েছে যার সুফল কাজ শেষে ভোগ করতে পারবেন উপকার প্রত্যাশিরা। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বিভিন্ন মন্ত্রনালয় বা বিভাগের উন্নয়ন কাজ গুলোর মধ্যে রয়েছে , গণপূর্ত বিভাগ ,পানি উন্নয়ন বোর্ড, এলজিআরডি, রেলওয়ে, ত্রাণ ও দূর্যোগ, সড়ক ও জনপথ, পৌরসভা, শিক্ষা প্রকৌশল , বিদ্যুৎ খাতের উন্নয়ন ,স্বাস্থ্য অধিদপ্তর, জন স্বাস্থ্য, খাদ্য অধিদপ্তর ,বিআরটিএ , মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা পরিষদ, কৃষি বিভাগ এবং সমাজ সেবা মূলক উন্নয়ন । গণপূর্ত বিভাগের অধিনে মডেল মসজিদ ও ফায়ার সার্ভিস সহ উন্নয়ন কাজে ব্যায় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। ,পানি উন্নন বোর্ডের অধিনে –যমুনা নদীর বাধ নির্মান সহ অনান্য কাজে ব্যায় হয়েছে প্রায় ২শত ১৪ কোটি টাকা। এলজিআরডির অধীনে উন্নয়ন কাজে নতুন রাস্তা, প্রাইমারী স্কুলের নতুন ভবন, রাস্তা সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় হয়েছে প্রায় ২শত কোটি টাকা।
রেলওয়ে বিভাগের অধীনে ৩টি রেলষ্টেশন ভবন নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১৩ কোটি টাকা । ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের অধিনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মান,ভূমিহীন- গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, সৌর বিদ্যুৎ, মাটির নতুন রাস্তা করণসহ প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও প্রাকৃতিক দূর্যোগ কালীন সময়ে অনুদান মিলিয়ে ১ শত ৪২ কোটি টাকা ব্যয় করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের উন্নয়নের মধ্যে পপুলার থেকে জামালপুর –তারাকান্দি- ভুয়াপুর সহ অন্যান্য রাস্তার উন্নয়ন কাজে প্রায় ৯ শত ৫৬ কোটি টাকা ব্যয় হয়েছে। পৌরসভার অবকাঠামোগত খাতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুবর্ণখালির বাধ নির্মাণসহ জীবন যাত্রার মান উন্নয়ন বাবদ ব্যয় হয়েছে ১ শত কোটি টাকা। শিক্ষা প্রকৌশল বিভাগে উন্নয়নের মধ্যে মাধ্যমিক স্কুল-কলেজ -মাদ্রাসার উন্নয়নে ৯৪ কোটি টাকা, বিদ্যুৎ খাতে নতুন লাইন স্থাপন এবং নিরবিছিন্ন বিদ্যুৎ সংযোগ উন্নয়ন খাতে ব্যয় হয়েছে ৩ শত ৩৫ কোটি টাকা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর খাতে সরিষাবাড়ী হাসপাতাল উন্নয়নসহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ৪ কোটি টাকা ব্যয় করেছে সরকার। জন স্বাস্থ্য খাতে বিভিন্ন জায়গায় গভীর নলকুপ স্থাপন ও পানি সরবরাহ নিশ্চিত করতে ১৭ কোটি টাকা, খাদ্য অধিদপ্তরের ভবন নির্মাণ করতে -১ কোটি ৪০ লাখ টাকা, বি আর টি এ ভবন নির্মানে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরে উপজেলার ৮৩০ জন বেকার মহিলা ও কিশোরীদের সাবলম্বী করার লক্ষ্যে প্রশিক্ষণ এবং আর্থিক অনুদান,জেলা পরিষদের বিভিন্ন রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন বাবদ ব্যয় হয়েছে ১ কোটি টাকা। কৃষি খাতে সমগ্র উপজেলায় ৭৪ হাজার কৃষকদের মাঝে আর্থিক ও শস্য বীজ, মেশিনারিজ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সমাজ সেবা খাতে সামাজিক অবকাঠামোগত উন্নয়ন বাবদ ২৩ কোটি টাকা ব্যয় করেছে বর্তমান সরকার। সরিষাবাড়ী উপজেলার ৫নং পিংনা ইউনিয়নে উন্নয়ন চিত্রের লিফলেট বিতরণ কালে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বলেন যত দিন শেখ হাসিনার হাতে রবে দেশ,পথ হারাবে না বাংলাদেশ”। তিনি জানান, ”অতীতের সকল ইতিহাস ভঙ্গ করে উন্নয়নের ইতিহাস এবং উন্নয়নের যে মাইল ফলক স্থাপন করেছেন শেখ হাসিনা। এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম , হাট-বাজারের দোকানদার, পথচারিসহ সাধারন ভোটারদের মাঝে লিফলেট বিতরন করেন। সেই সাথে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যহত রাখতে আবারো সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। এসময় পিংনা ইউনিয়নের ভারপ্রাপ্ত মুত্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম , বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ গামা, বীর মুক্তিযোদ্ধা মোকবুল হোসেন , পিংনা ইউনিয়ন যুব লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক সেলিম আল মামুন , ইউপি সদস্য ও নর পাড়া গ্রামের খচরু মিয়া সহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply